উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি। অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রুহুল আমীন।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন। এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি। অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রুহুল আমীন।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন। এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৪ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৮ মিনিট আগে