বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমান্ত পাল (১৭) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে এবং (১৩) প্রসেনজিৎ পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনই ভাদগাঁ শিক্ষা নিকেতনের দশম ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু নিখিল পাল অসুস্থ থাকায় পূজা মণ্ডপে বেলুন বিক্রির জন্য সন্ধ্যায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর কাজ করছিল সীমান্ত। এ সময় পাশে তাকে সহযোগিতা করছিল চাচাতো ভাই প্রসেনজিৎ।
হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে সীমান্ত ও প্রসেনজিৎ গুরুতর আহত হয়। তাদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ পেয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি সহকারী কমিশনার (ভূমি) কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শক মো. ময়নুল ইসলাম জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া।
দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমান্ত পাল (১৭) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে এবং (১৩) প্রসেনজিৎ পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনই ভাদগাঁ শিক্ষা নিকেতনের দশম ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু নিখিল পাল অসুস্থ থাকায় পূজা মণ্ডপে বেলুন বিক্রির জন্য সন্ধ্যায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর কাজ করছিল সীমান্ত। এ সময় পাশে তাকে সহযোগিতা করছিল চাচাতো ভাই প্রসেনজিৎ।
হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে সীমান্ত ও প্রসেনজিৎ গুরুতর আহত হয়। তাদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ পেয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি সহকারী কমিশনার (ভূমি) কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শক মো. ময়নুল ইসলাম জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৫ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৪৪ মিনিট আগে