Ajker Patrika

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সীমান্ত পাল (১৭) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে এবং (১৩) প্রসেনজিৎ পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনই ভাদগাঁ শিক্ষা নিকেতনের দশম ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু নিখিল পাল অসুস্থ থাকায় পূজা মণ্ডপে বেলুন বিক্রির জন্য সন্ধ্যায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর কাজ করছিল সীমান্ত। এ সময় পাশে তাকে সহযোগিতা করছিল চাচাতো ভাই প্রসেনজিৎ। 

হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে সীমান্ত ও প্রসেনজিৎ গুরুতর আহত হয়। তাদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সংবাদ পেয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি সহকারী কমিশনার (ভূমি) কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরিদর্শক মো. ময়নুল ইসলাম জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত