কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’
জামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেএকদল সংঘবদ্ধ ডাকাত স্পিডবোটে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযানে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের ছোড়া গুলিতে বাল্কহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া (৩০) ও পিরোজপুরের কালিকাঠীর আলামিন ফকির (১৯) গুলিবিদ্ধ হন...
১ ঘণ্টা আগেখুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেশেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৯ ঘণ্টা আগে