নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের নিকট জবাব দেওয়ার জন্য বলা হবে বলে জানা গেছে। 

দৈনিক আজকের পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষককে এ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। 

এ বিষয়ে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবির জানান, ‘আমি এখনো নোটিশ পায়নি।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, ‘নোটিশ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের ফোন করেছি তারা এখনো অফিস থেকে নোটিশ গ্রহণ করেননি। আজ সোমবার অফিস থেকে নোটিশ গ্রহণ না করলে মঙ্গলবার ডাক যোগে পাঠানো হবে।’ 

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান বলেন, ‘নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আহাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বলেছি।’ 

প্রসঙ্গত, সরকারি বিধি উপেক্ষা করে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রেজা মো. শামছুল কবীর গত ৫ এপ্রিল বেলা ১.৩০ মিনিটের মধ্যে বিদ্যালয় ছুটি দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত