Ajker Patrika

রমেক হাসপাতাল সিন্ডিকেট মুক্ত করা হবে, স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৭
রমেক হাসপাতাল সিন্ডিকেট মুক্ত করা হবে, স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সিন্ডিকেট মুক্ত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতাল মানুষের সেবার জন্য, আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। যারা সেবা দিতে পারবে না বাধাগ্রস্ত করবে, তাদের আমরা হাসপাতালে রাখব না। তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সেবা নিশ্চিত করতে চাই।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে নির্মিত ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল উদ্বোধন শেষে রমেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের সর্ববৃহৎ হাসপাতাল। এখানে সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তারপরও কেন সেবা পাবে না মানুষ। ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে। প্রয়োজনে আরও যন্ত্রপাতি ও জনবল নিয়োগ করা হবে। আশা করছি, শিশু হাসপাতালটিতে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এই আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন।’

বেশ কিছু রোগীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘তাঁরা (রোগীরা) ভালো চিকিৎসাসেবা পাচ্ছেন, ওষুধও পাচ্ছেন। আবার কিছু রোগী অভিযোগও করেছেন। তাঁরা নাকি ওষুধ পাচ্ছেন না, খাবারও ভালোভাবে পাচ্ছেন না। আমরা সে বিষয়টি দেখব এবং ব্যবস্থা নেব। হয়তো আমরা আসার খবরে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কিছুটা হয়েছে। তবে এটি আরও বেশি প্রয়োজন ছিল।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরোনো, হাসপাতালের কিছু মেরামতের প্রয়োজন কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানকার পরিবেশ আরও সুসজ্জিত ও পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। আমরা এখন আশা করি, ভবিষ্যতে চিকিৎসাসেবায় অনেক ভালো হবে। সরকার স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ দিয়েছে। অনেক যন্ত্রপাতি ও লোকবল দিয়েছে। আমরা স্বাস্থ্যসেবায় আরও ভালো কিছু করতে চাই। যে সেবা এখন আমরা পাচ্ছি, তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, রংপুর নগরীর সাবেক সদর হাসপাতালের প্রায় দুই একর জমির মধ্যে শিশু হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে। মূল হাসপাতাল ভবনের তিনতলা পর্যন্ত প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এ ছাড়া নির্মাণ করা হয়েছে তিনতলা বিশিষ্ট সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। ষষ্ঠতলায় ডক্টরস কোয়ার্টার। নিচতলায় গাড়ি পার্কিং। দোতলা থেকে ডাবল ইউনিট। ছয়তলাবিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার রয়েছে। এ ছাড়া বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে একটি ভবন। এতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত