দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪০

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ২৭ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৯২ জন। এ ছাড়া জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৬ জন। 

আজ রোববার সকালে দিনাজপুর সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, দিনাজপুরে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় ২৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। ওই ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭ জনের অধিকাংশই সদরের। শুধু সদর উপজেলাতেই করোনা শনাক্ত হয়েছেন ১২ জন। এ ছাড়া বিরল ও খানসামা উপজেলায় ৪ জন, চিরিরবন্দরে ৩ জন, নবাবগঞ্জে ২ জন এবং বোচাগঞ্জ ও ঘোড়াঘাটে ১ শনাক্ত হয়েছেন। জেলায়  বর্তমানে সক্রিয় রোগী ৭৩১ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৬৫ জন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ২১ জন ভর্তি হয়েছেন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনা সংক্রমণের হার কমছে। পাশাপাশি কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত