Ajker Patrika

সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০: ২৭
সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ চালু হয়েছে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় পর থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৪টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। 

এদিকে দুর্ঘটনা তদন্তে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপার খালেদুন নেসাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কর্তব্য অবহেলার দায়ে গেটম্যান মনিরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে মনিরুজ্জামান পলাতক। 

এর আগে দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। ট্রেনটি খালি থাকায় বড় প্রাণহানির ঘটনা ঘটেনি। 

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে এই লাইনে চলাচলরত বেশ কয়েকটি ট্রেনের কয়েকশত যাত্রী। দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। লাইন ক্লিয়ার হওয়ায় সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের হয়রানি কমাতে সমন্বয় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত