ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী মহেনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সম্পদ কুমার ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মণ ও ইতি রানি দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই ভাই–বোন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলছিল। এ সময় তাদের বাবা পুকুরের পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। পরে তাদের রেখে বাবা দয়াল চন্দ্র বর্মণ কিছু সময়ের জন্য বাড়িতে যান।
এর মধ্যে খেলাধুলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। বাড়ি থেকে ফিরে দয়াল বর্মণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে দুই ভাই বোনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এক সঙ্গে আপন দুই ভাইবোনের মৃত্যুতে ইউপি কার্যালয় থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে দুই শিশুর এমন করুণ মৃত্যুর জন্য তিনি অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করতে বলেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী মহেনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সম্পদ কুমার ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মণ ও ইতি রানি দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই ভাই–বোন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলছিল। এ সময় তাদের বাবা পুকুরের পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। পরে তাদের রেখে বাবা দয়াল চন্দ্র বর্মণ কিছু সময়ের জন্য বাড়িতে যান।
এর মধ্যে খেলাধুলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। বাড়ি থেকে ফিরে দয়াল বর্মণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে দুই ভাই বোনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এক সঙ্গে আপন দুই ভাইবোনের মৃত্যুতে ইউপি কার্যালয় থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে দুই শিশুর এমন করুণ মৃত্যুর জন্য তিনি অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করতে বলেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজধানী ঢাকায় বাস্তবে উধাও হয়ে যাওয়া ৫৮টি সরকারি পুকুর চিহ্নিত করা হয়েছে। জরিপে পুকুর থাকলেও সেসব স্থান ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে দখলদারেরা। এসব পুকুরের বেশির ভাগ মতিঝিল, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও রাজস্ব সার্কেলে।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলে ভাঙনের সুর বাজছে। ঘুরেফিরে কয়েকজনের হাতেই নেতৃত্ব থাকা, বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়া, বিশ্ববিদ্যালয় ও সংগঠনের জন্য ‘ক্ষতিকর’ বিষয়ে প্রতিবাদ না করাসহ বেশ কয়েকটি অভিযোগ এনে একটি অংশ বের হয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
৬ ঘণ্টা আগেএক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুখলেসুর রহমান মুকুল। এখন তিনি হাজার কোটি টাকার মালিক। রাজশাহীতে তিনি পরিচিত ‘হুন্ডি মুকুল’ নামে। এত দিন তিনি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রশ্রয়ে থেকেছেন। এখন আত্মগোপনে থাকলেও বিএনপি ও যুবদলের কিছু নেতা দাঁড়িয়েছেন মুকুলের পাশে।
৬ ঘণ্টা আগেজাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে বাস ব্যবসা দখলের অভিযোগ করেছেন এক পরিবহন ব্যবসায়ী।
৬ ঘণ্টা আগে