বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।
মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’
তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।
মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’
তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৯ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে