রংপুরে সড়কে ঝরল ৬ প্রাণ

প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০৯: ২২
আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৯: ৫৪

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। আজ রোববার সকাল সাড়ে ৭টায় মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর থানার ওসি মো. আমিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল পৌনে ৮টার দিকে বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জন মারা যায়। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত