নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সাত দিন সময় চেয়েছেন নীলফামারী জেলা প্রশাসক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘বিষয়টি নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।’
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান ইউপি চেয়ারম্যানরা। পরে তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা প্রশাসক।
চেয়ারম্যানদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইউএনও চেয়ারম্যানদের অবমূল্যায়ন, অশ্লীল ও তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ, গ্রাম পুলিশ নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, বাস্তবায়ন করা টিআর/কাবিখা তদন্ত করার নামে হয়রানি করেন। প্রকল্পের ২০ শতাংশ উৎকোচ গ্রহণ, ভিডব্লিউবি (ভিজিডি) কার্ডের তালিকা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে যাচাই-বাছাই করান। শুধু তা-ই নয়, আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনদের না দিয়ে নিজ পছন্দের সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ দেন। সেই সঙ্গে চেয়ারম্যানদের নামে প্রকল্প গ্রহণ করে নিজ খেয়ালখুশিমতো বাস্তবায়ন করেন।
আজ বুধবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি ও কাচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কার্যালয়ে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ অবগত করেছেন। তিনি আমাদের আগামী সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
এ অভিযোগের বিষয়ে ইউএনও জেসমিন নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।’
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সাত দিন সময় চেয়েছেন নীলফামারী জেলা প্রশাসক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘বিষয়টি নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।’
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান ইউপি চেয়ারম্যানরা। পরে তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা প্রশাসক।
চেয়ারম্যানদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইউএনও চেয়ারম্যানদের অবমূল্যায়ন, অশ্লীল ও তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ, গ্রাম পুলিশ নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, বাস্তবায়ন করা টিআর/কাবিখা তদন্ত করার নামে হয়রানি করেন। প্রকল্পের ২০ শতাংশ উৎকোচ গ্রহণ, ভিডব্লিউবি (ভিজিডি) কার্ডের তালিকা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে যাচাই-বাছাই করান। শুধু তা-ই নয়, আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনদের না দিয়ে নিজ পছন্দের সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ দেন। সেই সঙ্গে চেয়ারম্যানদের নামে প্রকল্প গ্রহণ করে নিজ খেয়ালখুশিমতো বাস্তবায়ন করেন।
আজ বুধবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি ও কাচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কার্যালয়ে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ অবগত করেছেন। তিনি আমাদের আগামী সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
এ অভিযোগের বিষয়ে ইউএনও জেসমিন নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।’
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার নেপথ্যে ঢাকার দুই শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব। মার্কেট দখলকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অনুসারীরা এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
৩৫ মিনিট আগেঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেস্বামীকে হত্যার দায়ে স্ত্রী পেয়েছেন যাবজ্জীবন এবং তাঁর প্রেমিককে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোছা. সুলতানা আক্তার কেমিলি ও তাঁর প্রেমিক রবিউল করিম পিন্টু। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদ
২ ঘণ্টা আগে