হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ৪২

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

আজ সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

জামিল হোসেন চলন্ত জানান, যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ভারতের সঙ্গে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একদিন বন্ধের পর আবারও আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি স্বাভাবিক চলবে। 

এদিকে, হিলি ইমিগ্রেশন (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত