নীলফামারী প্রতিনিধি
জুয়া নিয়ে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করার ভিডিও ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান।
ওই কিশোর দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তার মা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ওসি সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নীলফামারী আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পরিমল কুমার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আগামী ২ এপ্রিল পরের শুনানির দিন রাখা হয়েছে। সেদিন পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হবে।
গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এজাহারের বরাত দিয়ে ওসি সাইফুল জানান, গত ১২ মার্চ ওই কিশোর নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে। তাতে পবিত্র কোরআন শরিফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশ্যে একজনকে বলতে শোনা যায়, ‘কোরআনের শপথ করে বলছি, যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন, তাঁরা প্রতারিত হবেন না, বরং লাভবান হবেন।’
এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মামলা হলে আজ দুপুরে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
জুয়া নিয়ে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করার ভিডিও ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান।
ওই কিশোর দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তার মা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ওসি সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নীলফামারী আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পরিমল কুমার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আগামী ২ এপ্রিল পরের শুনানির দিন রাখা হয়েছে। সেদিন পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হবে।
গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এজাহারের বরাত দিয়ে ওসি সাইফুল জানান, গত ১২ মার্চ ওই কিশোর নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে। তাতে পবিত্র কোরআন শরিফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশ্যে একজনকে বলতে শোনা যায়, ‘কোরআনের শপথ করে বলছি, যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন, তাঁরা প্রতারিত হবেন না, বরং লাভবান হবেন।’
এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মামলা হলে আজ দুপুরে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১৯ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
৩২ মিনিট আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
১ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১ ঘণ্টা আগে