প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনালে কৃষক লীগ নেতার মামলা

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২১: ৫০
Thumbnail image

রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।

মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। 

মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’

বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত