লালমনিরহাট প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ নিয়ে দুর্নীতি হয়েছে। সে সময়ে দিনে ১৭ / ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। আর বর্তমান সরকার বিদ্যুতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। লোডশেডিং কী, এখন গ্রামের মানুষ জানেই না।’
আজ বুধবার লালমনিরহাটের আদিতমারীতে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে দুধ পান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ভালোবাসা নিয়ে দেশ চালাতে চান। কখনো মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি। তবুও বিভিন্ন মহল চক্রান্ত করেই যাচ্ছে। তাদের সেই চক্রান্ত দেশের মানুষ প্রতিহত করবে। প্রধানমন্ত্রী সফলভাবে দেশ পরিচালনা করবেনই।’
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও ক্ষমতায় থেকে বিচারের নামে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। এরশাদের আমলেও মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের সহিত বীর নিবাস তৈরি করেছেন। তাদের ছেলে–মেয়েদের চাকরির ব্যবস্থা করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার, মহিষখোছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামাল প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের দুই বছর বিনা মূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতাভুক্ত ৬১টি জেলায় ৩০০টি সরকারি বিদ্যালয়ে এই পাইলট কর্মসূচি চলমান থাকবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
তারই অংশ হিসেবে উপজেলার গোবর্দ্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৩ জন শিক্ষার্থীদের নিয়মিত দুগ্ধ পান করানো হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ নিয়ে দুর্নীতি হয়েছে। সে সময়ে দিনে ১৭ / ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। আর বর্তমান সরকার বিদ্যুতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। লোডশেডিং কী, এখন গ্রামের মানুষ জানেই না।’
আজ বুধবার লালমনিরহাটের আদিতমারীতে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে দুধ পান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ভালোবাসা নিয়ে দেশ চালাতে চান। কখনো মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি। তবুও বিভিন্ন মহল চক্রান্ত করেই যাচ্ছে। তাদের সেই চক্রান্ত দেশের মানুষ প্রতিহত করবে। প্রধানমন্ত্রী সফলভাবে দেশ পরিচালনা করবেনই।’
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও ক্ষমতায় থেকে বিচারের নামে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। এরশাদের আমলেও মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানের সহিত বীর নিবাস তৈরি করেছেন। তাদের ছেলে–মেয়েদের চাকরির ব্যবস্থা করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার, মহিষখোছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামাল প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের দুই বছর বিনা মূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতাভুক্ত ৬১টি জেলায় ৩০০টি সরকারি বিদ্যালয়ে এই পাইলট কর্মসূচি চলমান থাকবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
তারই অংশ হিসেবে উপজেলার গোবর্দ্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৩ জন শিক্ষার্থীদের নিয়মিত দুগ্ধ পান করানো হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৭ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৮ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
৮ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৮ ঘণ্টা আগে