বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’
তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’
শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’
তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেরাজধানীর সাততলা বস্তি এলাকার সন্ত্রাসী সেন্টু মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে অস্ত্রসহ গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সেন্টু মিয়াকে মারধর করে গুলশান পুলিশে খবর দেয়।
৮ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বিএনপির কর্মী আব্দুল বারী শেখ হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৮ মিনিট আগেখুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাব্বির (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার জয়পুরের বটতলা ঈদগাহ ময়দান রোডে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগে