তেঁতুলিয়া (দিনাজপুর) প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিনের জন্য পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দীর্ঘ যানজট ও ৬ দিন পূজার ছুটির কারণে দেশীয় চালকেরা পড়েছেন চরম বিপাকে।
জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আজ সোমবার থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। তবে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সিপাইপাড়ার বাজার থেকে বাংলাবান্ধা বাজার পর্যন্ত ৭-৮ কিলোমিটার জুড়ে ট্রাকের দীর্ঘ লাইন ৷ বাংলাদেশ থেকে নেপালে রপ্তানির উদ্দেশে পণ্য নিয়ে আসা এসব বাংলাদেশি ট্রাক চালকেরা পণ্য খালাস করতে না পেরে পথেঘাটে মানবেতর জীবন যাপন করছে। তাঁরা সবাই এখন তাকিয়ে আছে ভারত থেকে পণ্য খালাসের জন্য ট্রাকের ডাকের ৷
ঢাকা থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক হামিদ হোসেন বলেন, ২১ দিন আগে পণ্য নিয়ে এসেছি। এখন বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ৬ কিলোমিটার আগে যানজটে আটকা পড়ে আছি। এর ভেতর আবার ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। আমরা চালকেরা অনেক কষ্টে জীবনযাপন করছি। একটা ট্রিপে যদি ১ মাস লাগে, তাহলে আমাদের পরিবার চলবে কীভাবে?
কুদরতুল্লাহ শান্ত নামে আরেক চালক বলেন, নেপালে ভুসি নিয়ে যাওয়ার জন্য ২ সপ্তাহ ধরে বন্দরে পড়ে আছি ৷ সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে গেলে তাঁরা শুধু সময় নেয়। এভাবে দীর্ঘ দিন ধরে খেয়ে না খেয়ে পড়ে আছি রাস্তায়। একদিকে পণ্যের নিরাপত্তা অন্যদিকে পণ্য খালাসের ধীর গতির কারণে দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন মুসা বলেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য বেশির ভাগ নেপালে যায় ৷ আর নেপালের গাড়ি লোড-আনলোডের জন্য ভারতের ওপারে জায়গা সংকটের কারণে নেপাল সময় মতো পণ্য নিতে পারছে না। ফলে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে সমস্যাটি যেন দ্রুত সমাধান হয় তার জন্য আমরা চেষ্টা করছি।
বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আগের চেয়ে এই স্থলবন্দরে আমদানি রপ্তানি বেড়েছে। ফলে বন্দরে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া জায়গা সংকটের কারণে ট্রাক পারাপারে সময় বেশি লাগছে। তবে বন্দর এলাকায় যানজট সমস্যা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিনের জন্য পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দীর্ঘ যানজট ও ৬ দিন পূজার ছুটির কারণে দেশীয় চালকেরা পড়েছেন চরম বিপাকে।
জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আজ সোমবার থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। তবে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সিপাইপাড়ার বাজার থেকে বাংলাবান্ধা বাজার পর্যন্ত ৭-৮ কিলোমিটার জুড়ে ট্রাকের দীর্ঘ লাইন ৷ বাংলাদেশ থেকে নেপালে রপ্তানির উদ্দেশে পণ্য নিয়ে আসা এসব বাংলাদেশি ট্রাক চালকেরা পণ্য খালাস করতে না পেরে পথেঘাটে মানবেতর জীবন যাপন করছে। তাঁরা সবাই এখন তাকিয়ে আছে ভারত থেকে পণ্য খালাসের জন্য ট্রাকের ডাকের ৷
ঢাকা থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক হামিদ হোসেন বলেন, ২১ দিন আগে পণ্য নিয়ে এসেছি। এখন বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ৬ কিলোমিটার আগে যানজটে আটকা পড়ে আছি। এর ভেতর আবার ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। আমরা চালকেরা অনেক কষ্টে জীবনযাপন করছি। একটা ট্রিপে যদি ১ মাস লাগে, তাহলে আমাদের পরিবার চলবে কীভাবে?
কুদরতুল্লাহ শান্ত নামে আরেক চালক বলেন, নেপালে ভুসি নিয়ে যাওয়ার জন্য ২ সপ্তাহ ধরে বন্দরে পড়ে আছি ৷ সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে গেলে তাঁরা শুধু সময় নেয়। এভাবে দীর্ঘ দিন ধরে খেয়ে না খেয়ে পড়ে আছি রাস্তায়। একদিকে পণ্যের নিরাপত্তা অন্যদিকে পণ্য খালাসের ধীর গতির কারণে দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন মুসা বলেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য বেশির ভাগ নেপালে যায় ৷ আর নেপালের গাড়ি লোড-আনলোডের জন্য ভারতের ওপারে জায়গা সংকটের কারণে নেপাল সময় মতো পণ্য নিতে পারছে না। ফলে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে সমস্যাটি যেন দ্রুত সমাধান হয় তার জন্য আমরা চেষ্টা করছি।
বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আগের চেয়ে এই স্থলবন্দরে আমদানি রপ্তানি বেড়েছে। ফলে বন্দরে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া জায়গা সংকটের কারণে ট্রাক পারাপারে সময় বেশি লাগছে। তবে বন্দর এলাকায় যানজট সমস্যা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে