ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হলেন ইসাহাক আলী (৫৮)। গতকাল রোববার তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী (৪৫) উপজেলার রায়পুর ইউনিয়ন বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি ইউপি সদস্য ইসাহাক আলী সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ওই ভুক্তভোগীর জমি জবর দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে মারধর করেন ওই ইউপি সদস্য। পরবর্তী সময় ৮ ফেব্রুয়ারি ওই নারী তাঁর একটি জমিতে বোরো ধান রোপণ করছিলেন। এমন সময় ইসাহাক আলী আবারও কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হামলা চালিয়ে মারধরসহ ভুক্তভোগীর শ্লীলতাহানি করেন। ঘটনার পর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপস-মীমাংসার কথা বললেও দীর্ঘদিনেও কোনো মীমাংসা না হওয়ায় সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
এ বিষয়ে ভুক্তভোগী নারী আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলীর অত্যাচারে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারছি না। বিভিন্নভাবে আমার ওপরে অত্যাচার করত সে।’
অভিযোগের বিষয়ে রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলী ও ওই নারীর চলমান বিরোধের বিষয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হলেন ইসাহাক আলী (৫৮)। গতকাল রোববার তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী (৪৫) উপজেলার রায়পুর ইউনিয়ন বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি ইউপি সদস্য ইসাহাক আলী সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ওই ভুক্তভোগীর জমি জবর দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে মারধর করেন ওই ইউপি সদস্য। পরবর্তী সময় ৮ ফেব্রুয়ারি ওই নারী তাঁর একটি জমিতে বোরো ধান রোপণ করছিলেন। এমন সময় ইসাহাক আলী আবারও কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হামলা চালিয়ে মারধরসহ ভুক্তভোগীর শ্লীলতাহানি করেন। ঘটনার পর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপস-মীমাংসার কথা বললেও দীর্ঘদিনেও কোনো মীমাংসা না হওয়ায় সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
এ বিষয়ে ভুক্তভোগী নারী আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলীর অত্যাচারে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারছি না। বিভিন্নভাবে আমার ওপরে অত্যাচার করত সে।’
অভিযোগের বিষয়ে রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলী ও ওই নারীর চলমান বিরোধের বিষয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে বন বিভাগের পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের উচিতার বিল মৌজায় এই অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেনড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. বিপ্লব হোসেন (৩৮) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।
২৩ মিনিট আগেকিশোরগঞ্জের হাওরাঞ্চলে সড়ক যোগাযোগ ও পর্যটন খাতে বেশ কিছু কাজ হলেও তা রয়ে গেছে অনেকটা অগোছালো। এ কারণে এসব কাজের প্রকৃত সুফল পাচ্ছে না হাওরবাসী। কৃষিপণ্য পরিবহনে ঝক্কি, চলাচলে দুর্ভোগ ও পর্যটকদের আবাসন সমস্যার ফলে গতি পায়নি স্থানীয় অর্থনীতি। এ পরিস্থিতিতে অবকাঠামো উন্নয়নে হাওরে চলছে ব্যাপক তোড়জোড়। ন
২৭ মিনিট আগেবগুড়ায় পরিবারের আপত্তির মুখে এক বছর আগে মারা যাওয়া যুবদল কর্মীর লাশ করব থেকে উত্তোলন না করে ফিরে এসেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ। নিহতের বাবার দাবি, ছেলের মৃত্যু হৃদ্রোগে হলেও তাঁকে না জানিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলা করা হয়েছে।
২৯ মিনিট আগে