Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮: ৫৫
ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য কারাগারে

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হলেন ইসাহাক আলী (৫৮)। গতকাল রোববার তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী (৪৫) উপজেলার রায়পুর ইউনিয়ন বাসিন্দা। 

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি ইউপি সদস্য ইসাহাক আলী সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ওই ভুক্তভোগীর জমি জবর দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে মারধর করেন ওই ইউপি সদস্য। পরবর্তী সময় ৮ ফেব্রুয়ারি ওই নারী তাঁর একটি জমিতে বোরো ধান রোপণ করছিলেন। এমন সময় ইসাহাক আলী আবারও কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হামলা চালিয়ে মারধরসহ ভুক্তভোগীর শ্লীলতাহানি করেন। ঘটনার পর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপস-মীমাংসার কথা বললেও দীর্ঘদিনেও কোনো মীমাংসা না হওয়ায় সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। 

এ বিষয়ে ভুক্তভোগী নারী আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলীর অত্যাচারে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারছি না। বিভিন্নভাবে আমার ওপরে অত্যাচার করত সে।’ 
 
অভিযোগের বিষয়ে রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসাহাক আলী ও ওই নারীর চলমান বিরোধের বিষয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’ 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত