Ajker Patrika

দিনাজপুরে হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৪, ১৯: ৫৬
দিনাজপুরে হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। তাঁরা রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৯ পুরুষ।

তিনি আরও বলেন, ‘আটককৃতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দারিদ্র্য সেবাপ্রার্থীদের নানাভাবে প্রতারণা করছিলেন। কিছুসংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকাপয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনি ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবাপ্রার্থীদের ঢোকার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানহানি করে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ, টাউট বা দালাল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ দোকানের দালালসহ মোট ২১ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত