Ajker Patrika

তারাগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

রংপুর প্রতিনিধি
তারাগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম রুবিয়া বেগম (৫৫)। তিনি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়াকে বাড়ির উঠানে চুলার পাশে অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী মুন্নী বেগম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়। 

এদিকে রমেক হাসপাতালে চিকিৎসকেরা রুবিয়ার ঝলসে যাওয়া শরীর দেখে বেঁচে থাকার সম্ভাবনা নেই জানালে তাঁকে সকাল ৯টার দিকে বাড়িতে নেওয়া হয়। এরপর তিনি মারা যান। রুবিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলেও জানায় সূত্র। 

প্রতিবেশী মুন্নী বেগম বলেন, ‘সকালে রুবিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চুলার পাশে দগ্ধ অবস্থায় পড়ে আছেন। আশপাশের লোকজন এসে আগুন নিভায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’ রুবিয়ার স্বামী আব্দুস সামাদ বলেন, ‘তিন বছর ধরে বউ অসুস্থ। ঘুম থাকি উঠি বউকে বাড়িতে থুইয়া বাজার গেছুন চা খাবার। আসি শোনোং চুলার আগুনোত পুড়ি

গেইছে। হাসপাতালোত নিয়াও বাঁচার পানু না।’ 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত