পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০২

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোহছেনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলি এলাকার বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, মৃত গৃহবধূ মোহছেনা বেগম একই ইউনিয়নের জোড়পাখুরী এলাকার আবুল হোসেনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মোহছেনা বেগম তাঁর ছেলে নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে একটি ধানখেতে মাছ ধরতে যায়। এ সময় মাছ ধরা শেষে ছেলে নুরুজ্জামান সাইকেল নিয়ে বাড়ি ফিরলেও মোহছেনা বেগম ছেলের পেছনে হাঁটতে হাঁটতে বাড়িতে ফেরার জন্য রওনা হলে শিমুলতলী এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক মোহছেনাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায় ৷ 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী ট্রাকের ধাক্কায় ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে ৷ নিহত পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত