কুড়িগ্রাম প্রতিনিধি
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতা-কর্মীকে লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তাঁর কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’
তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাঁকে মেরে ফেলা হতে পারে।’
সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তাঁর পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’
এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।
প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে