একই স্থানে বিএনপির দুপক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, নিরসনে জেলা বিএনপির হস্তক্ষেপ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
Thumbnail image

দিনাজপুরের খানসামায় একই দিনে একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ নিয়ে চলছিল উত্তেজনা। আজ মঙ্গলবার সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়ম বাজারসহ পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নে একই দিনে ও একই স্থানে জনসমাবেশ করার ঘোষণা দেয় উপজেলা বিএনপির দুই পক্ষ। পরিস্থিতি বিবেচনায় উপজেলার কোনো ইউনিয়নে সভা সমাবেশ হবে না মর্মে নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।

গতকাল সোমবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন। এরপর সেই বিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু করেন দুই পক্ষের নেতা-কর্মীরা।

বিজ্ঞপ্তিতে খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের উদ্দেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার কোনো ইউনিয়নে বিএনপির উদ্যোগে কোনো সভা সমাবেশ হবে না।

উপজেলা বিএনপির দুই পক্ষের এই ঘোষণায় দীর্ঘদিনের গ্রুপিং প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। তবে জেলা বিএনপির নির্দেশনার পর দুপক্ষই জনসমাবেশ স্থগিত করার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী, আরেকটি অংশ জেলা বিএনপির সহসভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত