ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ধর্ষণের দায়ে ফারুক আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ বছর আগের করা ধর্ষণ মামলার বিচার শেষে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই সুযোগে ওই নারীর বাড়িতে যাতায়াত ছিল তাঁর। এই সুবাদে ওই নারীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফারুক। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দিয়ে ফারুককে বিয়ের কথা বলেন। ফারুক বিয়ে করতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে ফারুক অভিযোগ অস্বীকার করে। পরে ২০০৭ সালের ১৭ এপ্রিল ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই আদিল হোসেন মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আজ আসামি ফারুক আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি অব্যাহতি পায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু তৈয়ব মো. নজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পরে হলেও ভিকটিম ন্যায়বিচার পেয়েছেন। সে কারণে এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ধর্ষণের দায়ে ফারুক আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ বছর আগের করা ধর্ষণ মামলার বিচার শেষে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই সুযোগে ওই নারীর বাড়িতে যাতায়াত ছিল তাঁর। এই সুবাদে ওই নারীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফারুক। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দিয়ে ফারুককে বিয়ের কথা বলেন। ফারুক বিয়ে করতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে ফারুক অভিযোগ অস্বীকার করে। পরে ২০০৭ সালের ১৭ এপ্রিল ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই আদিল হোসেন মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আজ আসামি ফারুক আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি অব্যাহতি পায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু তৈয়ব মো. নজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পরে হলেও ভিকটিম ন্যায়বিচার পেয়েছেন। সে কারণে এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৫ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
১১ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
১৫ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৩১ মিনিট আগে