ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে