ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে দু’টি গরু নিয়ে যান ভারতীয় দুই নাগরিক। সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রাতে গরু দুটি ফেরত দেওয়া হয়। এর আগে রোববার রাতে গরু দু’টি নিয়ে যাওয়া হয়। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি কলোনি এলাকার আব্দুল মোতালেব ও জমশের আলী। কালামাটি কলোনি এলাকাটি ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে পড়েছে।
মানিককাজী এলাকার বাসিন্দা ও গরু দুটির মালিক নূরুজ্জামান সরকার ও ফারুক আহম্মেদ জানান, সোমবার সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন দুটি গরু নাই। গরুর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন এগুলো রাতের আঁধারে ভারতীয় ভূ-খণ্ডের কালামাটি কলোনি এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। লোক মারফত কালামাটি কলোনিতে খোঁজ নিয়ে জানতে পারেন গরু দুটি সেখানে রয়েছে। আব্দুল মোতালেব ও জমশের আলী নামের ভারতীয় দুই নাগরিক গরু দু’টি নিয়ে গেছেন। তাঁরা বিষয়টি বিজিবিকে জানান।
স্থানীয়রা জানান, ভারতীয় ওই নাগরিকেরা গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও গরু ফেরত দিতে অসম্মতি জানায়। তাঁরা দাবি করেন তাদের দু’টি গরু নাকি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ওই গরু দুটি ফেরত না পেলে তারা মানিককাজী থেকে নিয়ে যাওয়া গরু দু’টি ফেরত দেবেন না।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিক মোতালেব সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি জমিতে কাজ করতে এলে স্থানীয়রা তাঁকে গরু ফেরত দিতে বলেন। তিনি গরু ফেরত দিতে অসম্মতি জানালে স্থানীয়রা তাকে বিজিবির নিকট হস্তান্তর করে। বিকেলে এ বিষয়ে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বকনীর পাড় কাটা ব্রিজ এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি এ সময় মোতালেবকে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে রাতে মানিককাজী এলাকায় বিজিবির নিকট গরু দুটি হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, আটক ভারতীয় নাগরিককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক গরু দুটি ফেরত দিয়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে দু’টি গরু নিয়ে যান ভারতীয় দুই নাগরিক। সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রাতে গরু দুটি ফেরত দেওয়া হয়। এর আগে রোববার রাতে গরু দু’টি নিয়ে যাওয়া হয়। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি কলোনি এলাকার আব্দুল মোতালেব ও জমশের আলী। কালামাটি কলোনি এলাকাটি ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে পড়েছে।
মানিককাজী এলাকার বাসিন্দা ও গরু দুটির মালিক নূরুজ্জামান সরকার ও ফারুক আহম্মেদ জানান, সোমবার সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন দুটি গরু নাই। গরুর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন এগুলো রাতের আঁধারে ভারতীয় ভূ-খণ্ডের কালামাটি কলোনি এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। লোক মারফত কালামাটি কলোনিতে খোঁজ নিয়ে জানতে পারেন গরু দুটি সেখানে রয়েছে। আব্দুল মোতালেব ও জমশের আলী নামের ভারতীয় দুই নাগরিক গরু দু’টি নিয়ে গেছেন। তাঁরা বিষয়টি বিজিবিকে জানান।
স্থানীয়রা জানান, ভারতীয় ওই নাগরিকেরা গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও গরু ফেরত দিতে অসম্মতি জানায়। তাঁরা দাবি করেন তাদের দু’টি গরু নাকি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ওই গরু দুটি ফেরত না পেলে তারা মানিককাজী থেকে নিয়ে যাওয়া গরু দু’টি ফেরত দেবেন না।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিক মোতালেব সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি জমিতে কাজ করতে এলে স্থানীয়রা তাঁকে গরু ফেরত দিতে বলেন। তিনি গরু ফেরত দিতে অসম্মতি জানালে স্থানীয়রা তাকে বিজিবির নিকট হস্তান্তর করে। বিকেলে এ বিষয়ে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বকনীর পাড় কাটা ব্রিজ এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি এ সময় মোতালেবকে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে রাতে মানিককাজী এলাকায় বিজিবির নিকট গরু দুটি হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, আটক ভারতীয় নাগরিককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক গরু দুটি ফেরত দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে