খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা।
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’
ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক।
জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা।
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’
ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক।
জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে
১ few সেকেন্ড আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
১৬ মিনিট আগে