ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অটোরিকশাচালক মো. রিফাত হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। হত্যাকাণ্ডের ২১ দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে গত সোম ও মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। হত্যার সঙ্গে জড়িত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার শহরের হাজীপাড়ায় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ঘটনার দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রিফাত। সকাল ১০টার দিকে শহরের আর্ট গ্যালারি থেকে রিফাতের অটোরিকশাটি ভাড়া করে রুহিয়া এলাকায় ঘুরতে যান হত্যাকাণ্ডে জড়িত রবিউল ও কামরুল।
সন্ধ্যা হয়ে গেলে আরেকটু ঘুরতে চেয়ে সময় নেন। আগের ভাড়া ৬০০ টাকাসহ আরও ৪০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে রুহিয়া কুজিশহর এলাকার পথে রওনা হন তাঁরা। অন্ধকারে নির্জন স্থানে রিফাতের গলায় চুরি চালিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান দুজন।
এ ঘটনায় রিফাতের বাবা শহরের গোয়ালপাড়া মহল্লার বাসিন্দা নূর আলম বাদী হয়ে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করে পিবিআই। গত সোম ও মঙ্গলবার রাতে পঞ্চগড় থেকে হত্যায় জড়িত দুজনসহ ছিনতাই হওয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদরের জিয়াবাড়ি সর্দারপাড়ার রবিউল ইসলাম, একই উপজেলার ভূতমারী গ্রামের কামরুল হাসান এবং অটোরিকশা চোর চক্রের সদস্য একই জেলার এরাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, অতুল বর্মণ ও নাছির উদ্দিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
ঠাকুরগাঁওয়ে অটোরিকশাচালক মো. রিফাত হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। হত্যাকাণ্ডের ২১ দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে গত সোম ও মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। হত্যার সঙ্গে জড়িত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার শহরের হাজীপাড়ায় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ঘটনার দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রিফাত। সকাল ১০টার দিকে শহরের আর্ট গ্যালারি থেকে রিফাতের অটোরিকশাটি ভাড়া করে রুহিয়া এলাকায় ঘুরতে যান হত্যাকাণ্ডে জড়িত রবিউল ও কামরুল।
সন্ধ্যা হয়ে গেলে আরেকটু ঘুরতে চেয়ে সময় নেন। আগের ভাড়া ৬০০ টাকাসহ আরও ৪০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে রুহিয়া কুজিশহর এলাকার পথে রওনা হন তাঁরা। অন্ধকারে নির্জন স্থানে রিফাতের গলায় চুরি চালিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান দুজন।
এ ঘটনায় রিফাতের বাবা শহরের গোয়ালপাড়া মহল্লার বাসিন্দা নূর আলম বাদী হয়ে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করে পিবিআই। গত সোম ও মঙ্গলবার রাতে পঞ্চগড় থেকে হত্যায় জড়িত দুজনসহ ছিনতাই হওয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদরের জিয়াবাড়ি সর্দারপাড়ার রবিউল ইসলাম, একই উপজেলার ভূতমারী গ্রামের কামরুল হাসান এবং অটোরিকশা চোর চক্রের সদস্য একই জেলার এরাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, অতুল বর্মণ ও নাছির উদ্দিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে