কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় কুড়িগ্রাম-তিস্তা রেলপথের একটি সেতুর অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। এতে গতকাল শুক্রবার বিকেল থেকে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে কাজ শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ। শনিবার সন্ধ্যায় এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ। সেটি সম্ভব হলে আগামীকাল রোববার থেকে কুড়িগ্রামে আন্তনগর ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়না বাজারের কাছে কাশিম বাজার এলাকার রেলসেতুটির পশ্চিম প্রান্তের অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। কয়েক দিন থেকে পানির স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছিল রেল বিভাগ। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে সেতুটির পশ্চিম পাশের অ্যাবাটমেন্ট ভেঙে যায়। এরপরই এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুক্রবার সন্ধ্যার পর থেকে সেতুটি মেরামতে কাজ শুরু করা হয়। আজ শনিবার মেরামতকাজ শেষ হতে পারে।
কুড়িগ্রাম রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ও চিলমারী কমিউটার ট্রেন কুড়িগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিকেলে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে শুক্রবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারী কমিউটার ট্রেনটি কুড়িগ্রামে প্রবেশ করেনি।
উল্লেখ্য, সেতু বা কালভার্টের শেষ প্রান্তের দেয়াল বা সাপোর্টকে অ্যাবাটমেন্ট বলে। এটা সেতুর ওজন এবং এর ওপর দিয়ে যাওয়া সব ওজন বহন করে। এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পাড়কে ভাঙন থেকেও রক্ষা করে।
প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে আমরা কাজ করছি। এই মুহূর্তে সেতুটি স্থায়ী মেরামত সম্ভব নয়। আমরা আপাতত ট্রেন চলাচলের উপযোগী করছি।’
রেলযোগাযোগ চালুর প্রশ্নে এই রেল প্রকৌশলী বলেন, ‘সাময়িকভাবে এই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আজই মেরামতকাজ শেষ করা সম্ভব হবে। শনিবার সন্ধ্যার পর শাটল ট্রেন দিয়ে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। রোববার সকাল থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলাচল করার সম্ভাবনা রয়েছে। আপাতত সেতুর কাছে ট্রেন থেমে ধীরে সেতুটি অতিক্রম করবে। পরে শুকনো মৌসুমে সেতুটি স্থায়ীভাবে সংস্কার করা হবে।’
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় কুড়িগ্রাম-তিস্তা রেলপথের একটি সেতুর অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। এতে গতকাল শুক্রবার বিকেল থেকে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে কাজ শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ। শনিবার সন্ধ্যায় এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ। সেটি সম্ভব হলে আগামীকাল রোববার থেকে কুড়িগ্রামে আন্তনগর ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়না বাজারের কাছে কাশিম বাজার এলাকার রেলসেতুটির পশ্চিম প্রান্তের অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। কয়েক দিন থেকে পানির স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছিল রেল বিভাগ। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে সেতুটির পশ্চিম পাশের অ্যাবাটমেন্ট ভেঙে যায়। এরপরই এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুক্রবার সন্ধ্যার পর থেকে সেতুটি মেরামতে কাজ শুরু করা হয়। আজ শনিবার মেরামতকাজ শেষ হতে পারে।
কুড়িগ্রাম রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ও চিলমারী কমিউটার ট্রেন কুড়িগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিকেলে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে শুক্রবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারী কমিউটার ট্রেনটি কুড়িগ্রামে প্রবেশ করেনি।
উল্লেখ্য, সেতু বা কালভার্টের শেষ প্রান্তের দেয়াল বা সাপোর্টকে অ্যাবাটমেন্ট বলে। এটা সেতুর ওজন এবং এর ওপর দিয়ে যাওয়া সব ওজন বহন করে। এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পাড়কে ভাঙন থেকেও রক্ষা করে।
প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে আমরা কাজ করছি। এই মুহূর্তে সেতুটি স্থায়ী মেরামত সম্ভব নয়। আমরা আপাতত ট্রেন চলাচলের উপযোগী করছি।’
রেলযোগাযোগ চালুর প্রশ্নে এই রেল প্রকৌশলী বলেন, ‘সাময়িকভাবে এই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আজই মেরামতকাজ শেষ করা সম্ভব হবে। শনিবার সন্ধ্যার পর শাটল ট্রেন দিয়ে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। রোববার সকাল থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলাচল করার সম্ভাবনা রয়েছে। আপাতত সেতুর কাছে ট্রেন থেমে ধীরে সেতুটি অতিক্রম করবে। পরে শুকনো মৌসুমে সেতুটি স্থায়ীভাবে সংস্কার করা হবে।’
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
২৩ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
২৭ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে