অসহায়দের জন্য এক টাকার রেস্টুরেন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০: ৪৫
Thumbnail image

কুড়িগ্রামে অসহায় মানুষের জন্য চালু হয়েছে এক টাকার রেস্টুরেন্ট। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে রেস্টুরেন্টের উদ্বোধন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। উদ্বোধনের দিন পাঁচ শতাধিক অসহায় মানুষ একবেলার আহার করেন।

জানা গেছে, এক টাকার রেস্টুরেন্টের খাবারের মধ্যে ছিল মাছ, মাংস, ডিমসহ ১২ ধরনের খাবার। আগন্তুকেরা নিজেদের পছন্দমতো খাবার খেয়েছেন মাত্র এক টাকায়।

এক টাকার রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছেন অসহায় মানুষেরা।এক টাকায় খাবার খেয়ে জরিনা বেওয়া বলেন, ‘মন ভরে খাবার পাছি। ভাত, মাছ, গোস্ত সউগ খাছি। খায়া শান্তি পাছি।’

খাবার খেয়ে রমিজুল ইসলাম বলেন, ‘এক টাকায় এত খাবার খায়া খুব খুশি। খুব যত্ন নিয়া খাবার খাওয়াইছে।’

খাবার নিয়ে এক বৃদ্ধকে বসতে সহায়তা করছেন একজন স্বেচ্ছাসেবী।বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান সালমান খান বলেন, ‘গরিব অসহায় পরিবারগুলো পুষ্টিযুক্ত খাবার খেতে পারে, সে জন্য আমাদের এ আয়োজন। নামে মাত্র মূল্যে এক টাকায় পছন্দমতো খাবার খেতে পারবে তারা। সপ্তাহে এক দিন বা দুই দিন রেস্টুরেন্টের কার্যক্রম চলবে। তবে আসছে রমজানে প্রতিদিন ইফতারের ব্যবস্থা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত