Ajker Patrika

মাহমুদ আলী মন্ত্রী হওয়ার খবরে খানসামায় আ.লীগের আনন্দ মিছিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৬: ০৩
মাহমুদ আলী মন্ত্রী হওয়ার খবরে খানসামায় আ.লীগের আনন্দ মিছিল

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের টানা চতুর্থবারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী কল পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

আজ বুধবার রাত ৯টার দিকে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট, খানসামা বাজার, রামকলা ও কাচিনীয়া হাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

রাষ্ট্রদূত হিসেবে চাকরি থেকে অবসর নেওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন আবুল হাসান মাহমুদ আলী। পরে ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

এই খবর দিনাজপুর-৪ আসনে ছড়িয়ে পড়লেই আওয়ামী লীগের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নতুন মন্ত্রীর সমর্থকেরা। 

আনন্দ মিছিল শেষে আবুল হাসান মাহমুদ আলীকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত