প্রতিনিধি, দিনাজপুর
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সেতাবগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগ ও গ্যারেজের ১০৭ জন শ্রমিককে আবারও একযোগে গণবদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর অফিস চলাকালীন উক্ত বদলির আদেশ সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। সেচিকের ব্যবস্থাপনা পরিচালক এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। আর এতে করে অসময়ে বেকায়দায় পড়েছেন দীর্ঘদিন থেকে চাকরিরত শ্রমিক-কর্মচারীরা।
সেচিক সূত্রে জানা গেছে, বদলিকৃত ১০৭ জনের মধ্যে নর্থ বেঙ্গল চিনিকলে ১২ জন, ঠাকুরগাঁও চিনিকলে ২০ জন, কেরুতে ১০ জন, জচিকে ১৮ জন, ফচিকে ৫ জন, রাচিকে ৭ জন, নাচিকে ৪ জন, মোচিকে ২৫ জন এবং জিলবাংলায় ৬ জন। উল্লেখিত চিনিকলগুলিতে নির্দেশনা অনুয়ায়ী বদলিকৃতদের শিগগিরই যোগদান করতে হবে।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০২০ তারিখে এক সরকারি আদেশে সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল একযোগে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে। সে সময় শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চিফ অব পারসোনাল মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত গত ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর অনুরূপ এক আদেশে ৯৬ জন কারখানা শ্রমিককে একই কায়দায় বদলি করা হয়। মাত্র এক দিনের ব্যবধানে সর্বমোট ২০৩ জন শ্রমিক-কর্মচারীর বদলির আদেশ দেওয়া হলো।
সর্বশেষ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার করপোরেশনের সিওপির স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে আরও সাতজন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন মিলে বদলি করা হয়। হঠাৎ করে বদলির ঘোষণায় বেকায়দায় পড়েছেন শ্রমিক-কর্মচারীরা। এমনিতেই মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে প্রায় ছয় মাস। অপরদিকে সরকারিভাবে ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এ অবস্থায় নতুন কর্মস্থলে যোগদানের আদেশে অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আলী সরকার বলেন, `দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছি। হঠাৎ বদলির ঘোষণায় আমরা সবাই বিপাকে পড়েছি। বাচ্চাদের স্কুল, পরিবার-পরিজন নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করা, কী করব বুঝে উঠতে পারছি না।'
বদলির বিষয়ে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, `আমাদের প্রতি মাসে ১ কোটি ২০ লাখ টাকা করে বেতন লাগে। এখন সেতাবগঞ্জ চিনিকল বন্ধ আছে। বসে বসে তো এত টাকা বেতন দেওয়া সম্ভব নয়। আবার চালু মিলগুলোতেও জনবলের ঘাটতি আছে। এটা সমন্বয় করা হচ্ছে।'
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সেতাবগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগ ও গ্যারেজের ১০৭ জন শ্রমিককে আবারও একযোগে গণবদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর অফিস চলাকালীন উক্ত বদলির আদেশ সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। সেচিকের ব্যবস্থাপনা পরিচালক এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। আর এতে করে অসময়ে বেকায়দায় পড়েছেন দীর্ঘদিন থেকে চাকরিরত শ্রমিক-কর্মচারীরা।
সেচিক সূত্রে জানা গেছে, বদলিকৃত ১০৭ জনের মধ্যে নর্থ বেঙ্গল চিনিকলে ১২ জন, ঠাকুরগাঁও চিনিকলে ২০ জন, কেরুতে ১০ জন, জচিকে ১৮ জন, ফচিকে ৫ জন, রাচিকে ৭ জন, নাচিকে ৪ জন, মোচিকে ২৫ জন এবং জিলবাংলায় ৬ জন। উল্লেখিত চিনিকলগুলিতে নির্দেশনা অনুয়ায়ী বদলিকৃতদের শিগগিরই যোগদান করতে হবে।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০২০ তারিখে এক সরকারি আদেশে সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল একযোগে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে। সে সময় শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চিফ অব পারসোনাল মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত গত ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর অনুরূপ এক আদেশে ৯৬ জন কারখানা শ্রমিককে একই কায়দায় বদলি করা হয়। মাত্র এক দিনের ব্যবধানে সর্বমোট ২০৩ জন শ্রমিক-কর্মচারীর বদলির আদেশ দেওয়া হলো।
সর্বশেষ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার করপোরেশনের সিওপির স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে আরও সাতজন শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন মিলে বদলি করা হয়। হঠাৎ করে বদলির ঘোষণায় বেকায়দায় পড়েছেন শ্রমিক-কর্মচারীরা। এমনিতেই মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে প্রায় ছয় মাস। অপরদিকে সরকারিভাবে ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এ অবস্থায় নতুন কর্মস্থলে যোগদানের আদেশে অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আলী সরকার বলেন, `দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছি। হঠাৎ বদলির ঘোষণায় আমরা সবাই বিপাকে পড়েছি। বাচ্চাদের স্কুল, পরিবার-পরিজন নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করা, কী করব বুঝে উঠতে পারছি না।'
বদলির বিষয়ে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, `আমাদের প্রতি মাসে ১ কোটি ২০ লাখ টাকা করে বেতন লাগে। এখন সেতাবগঞ্জ চিনিকল বন্ধ আছে। বসে বসে তো এত টাকা বেতন দেওয়া সম্ভব নয়। আবার চালু মিলগুলোতেও জনবলের ঘাটতি আছে। এটা সমন্বয় করা হচ্ছে।'
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রকৌশলী নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা হারুনুর রশীদের বিরুদ্ধে। জানা গেছে, চলতি মাসে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন নুরুল আফসার মোহাম্মদ সুলতানুল ইমাম নামের এক কর্মকর্তা। তবে রহস্যজনক কারণে যোগদানের মাত্
২০ মিনিট আগেঢাকা-বরিশাল নৌপথে যাত্রী পরিবহনে একধরনের খরা চলছে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাঙ্ক্ষিত যাত্রীদের দেখা মেলার আশা করছেন লঞ্চমালিক ও শ্রমিকেরা। এ জন্য ২৫ মার্চ থেকে এই নৌপথে লঞ্চ চালানোর রোটেশন বা পালা প্রথা উঠে যাচ্ছে। ওই দিন থেকে ঢাকা হতে বরিশালে ছয়টি করে লঞ্চ পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর কাছে
২০ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে