দেশের জন্য আরও রেকর্ড গড়তে চান গিনেস বুকে নাম ওঠা ঠাকুরগাঁওয়ের অঙ্কন

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১০: ৩৮
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০: ৪৪

মাত্র ২ দশমিক ৪৭ সেকেন্ডে এক হাতে পাঁচটি রাবার দাঁড় করিয়ে এবং একটির ওপর আরেকটি ফেলে দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের ছেলে জাহিদুল ইসলাম অঙ্কন। এর আগের রেকর্ডটি ছিল মালয়েশিয়ার এক যুবকের। তাঁর সময় লেগেছিল ৩ দশমিক ৬৪ সেকেন্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 

অঙ্কন ঠাকুরগাঁও শহরের শাহ্পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইকবাল হোসেন ও মায়ের নাম জাহেদা বেগম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

গত বুধবার (২৩ আগস্ট) এ বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি ই-মেইল করে রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে অঙ্কনকে। আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে স্বীকৃতিপত্র পাঠানো হবে বলেও জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। অঙ্কনের এমন সাফল্যে খুশি তাঁর শিক্ষক, স্বজন, বন্ধুসহ এলাকাবাসী। 

গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ভিডিও পাঠানোর জন্য বন্ধুদের সামনে রাবারের খেলাটি দেখাচ্ছেন অংকনগিনেস বুকে সদ্য নাম তোলা অঙ্কন বলেন, ‘২০২০ সালে করোনার সময় লকডাউনে ঘরে বসে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নানা আইডিয়া খুঁজতাম। এ সময় রেকর্ডের জন্য অনেক বিষয় থাকলেও পাঁচটি রাবার (ইরেজার) দাঁড় করিয়ে একটির ওপর আরেকটি ফেলে দেওয়ার বিষয়টি বেছে নিই। দীর্ঘ অনুশীলনের পর চলতি বছরের এপ্রিলে আবেদন জানাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। পরে ১৭ মে এভাবে একটার পর একটা রাবার ফেলার এই কৌশলের দুটি ভিডিও বানিয়ে তাঁদের ঠিকানায় পাঠিয়ে দিই। সেখানে দ্রুততম সময়ে, অর্থাৎ ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপর আরেকটি ফেলে দেওয়ায় রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়।’ 

নতুন কোনো লক্ষ্য আছে কি না, জানতে চাইলে অঙ্কন জানান, তাঁর লক্ষ্য এখন নতুন নতুন খেলায় অংশ নিয়ে বাংলাদেশের হয়ে রেকর্ডগুলো নিজের করে নেওয়া। 

অঙ্কনের বাবা ইকবাল হোসেন জানান, তাঁর ছেলে ছোটবেলা থেকেই নতুন কিছু করতে আগ্রহী। তিনি বলেন, ‘এটা আমাদের পরিবার-পরিজনের জন্য যেমন গর্বের বিষয়,  তেমনি করে বিশ্ব রেকর্ড দেশের জন্যও সম্মান এবং গর্বের বিষয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত