Ajker Patrika

এবার নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস

রংপুর প্রতিনিধি
এবার নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস

‘সিনেমার নায়ক আছি, এখন নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই, মানুষের নায়ক হতে চাই’। এমন আকাঙ্ক্ষার কথাই বলেছেন নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। আর না দিলেও নৌকা মার্কার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে থাকব এবং নৌকার প্রচারে কাজ করে যাব।’ 

আজ রোববার বিকেলে রংপুর নগরীর জিএল রায় রোডে একটি পোশাকের দোকান উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফেরদৌস। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানিয়ে নায়ক ফেরদৌস বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু দলমত-নির্বিশেষে সবার ঊর্ধ্বে। বাংলাদেশের কারিগর, বাংলাদেশের রূপকার, তিনি দেশের জন্য পরিবারসহ যে আত্মত্যাগ করে গেছেন তা এ প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এই সিনেমাটা বর্তমান প্রজন্মের জন্য অনেক শিক্ষণীয়। এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানার আছে। তাই হলে গিয়ে মুজিব সিনেমাটা দেখা দরকার।’ 

ভোটারদের উদ্দেশে ফেরদৌস বলেন, ‘সামনে নির্বাচন, সেই নির্বাচনে দেখে বুঝে ভোট দেবেন। আমি আহ্বান জানাচ্ছি, আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করব। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে সুন্দর করে সাজাচ্ছেন। তিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করা। তাহলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।’ 

পোশাকের দোকান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ প্রমুখ। 

নায়ক ফেরদৌস আসায় রংপুরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ছুটে আসেন। সবাই ফেরদৌসের সঙ্গে দেখা করেন এবং সেলফি তোলেন। এ সময় ফেরদৌসও সবার সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত