প্রতিনিধি, মিঠাপুকুর, (রংপুর)
'শেখের বেটি গরিবের প্রধানমন্ত্রী জন্যই হামরা এত কিছু পাঁওছি। ট্যাকা দিয়াও ভাতা পাওয়া যায় নাই, অ্যালা বাড়িত আসি বই দিয়া যাওছে। শেখ হাসিনা ম্যালাদিন বাঁচি থাকুক এই দোয়া করোচি।' রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভাতা উত্তোলনের পরিচিতি বই হাতে পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করেন অনেকেই।
ভাতা তোলার জন্য পরিচিতি বই হাতে না পাওয়ায় মোবাইলে টাকার বার্তা পেয়েও অনেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিই তুলতে পারেননি প্রাপ্য ভাতা। অবশেষে জটিলতা নিরসনে উপজেলার ১৭ ইউনিয়নেই পরিচিতি বই বিতরণ করা হয়েছে। এই উপজেলায় অনলাইনে আবেদন করে ১২ হাজার ৬৪৪ জন বয়স্ক, ৬ হাজার ৬৪ জন বিধবা ও ৬৭৮ জন প্রতিবন্ধী উপকারভোগী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন।
বই পাওয়া কয়েকজন উপকার ভোগীর সঙ্গে সরাসরি এবং মুঠো ফোনে কথা বলে তাঁদের অনুভূতি বা মনের ভাব জানার চেষ্টা করা হয়। খোঁড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের নজির হোসেন মণ্ডল বলেন, 'এই বয়সে ম্যালা সরকার দেইখনো কিন্তু শেখ হাসিনার সরকারের মতন কেউ আছিলো না। সরকার পাকা বাড়ি করি দেয় জীবনে এই প্রথম দেখোছি।'
রুপসী সর্দার পাড়া গ্রামের বিরেন্দ্র নাথ রায় বলেন, `অনেক গরিব মানুষ ফোনে ২ / ৩ বার আড়াই হাজার করে টাকা পেয়েছে। এটা আমার কাছে স্বপ্ন মনে হয়।'
একজন পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী গোলেনুর বেগম। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোনো সহায়তা না পেয়ে ইট কুড়িয়ে খোয়া বেঁচে তিন সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন। তাঁর একটি ছোট্ট চা বিস্কুটের দোকান আছে। করোনার কারণে পুঁজি শেষ হওয়ায় সেটি এখন বন্ধ। ভাতা বাবদ ৬ হাজার টাকা উঠিয়ে দোকানটি চালু করবেন বলে জানান তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, তাঁর ইউনিয়নে ২ হাজার ৮৪ জন ভাতা পাবেন। অসহায় বয়স্ক ও বিধবাদের জন্য খুব উপকারে আসবে। মিঠা পুকুর উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, `আমি নিজে কয়েকটি ইউনিয়নের গ্রামে গিয়ে পরিচিতি বই উপকার ভোগীদের হাতে তুলে দেওয়ার সময় জানতে চেয়েছিলাম কাউকে টাকা দিতে হয়েছে কি'না। কিন্তু উপকার ভোগীরা কাউকে টাকা দেয়নি বলে জানিয়েছেন এবং আমার সামনেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।'
'শেখের বেটি গরিবের প্রধানমন্ত্রী জন্যই হামরা এত কিছু পাঁওছি। ট্যাকা দিয়াও ভাতা পাওয়া যায় নাই, অ্যালা বাড়িত আসি বই দিয়া যাওছে। শেখ হাসিনা ম্যালাদিন বাঁচি থাকুক এই দোয়া করোচি।' রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভাতা উত্তোলনের পরিচিতি বই হাতে পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করেন অনেকেই।
ভাতা তোলার জন্য পরিচিতি বই হাতে না পাওয়ায় মোবাইলে টাকার বার্তা পেয়েও অনেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিই তুলতে পারেননি প্রাপ্য ভাতা। অবশেষে জটিলতা নিরসনে উপজেলার ১৭ ইউনিয়নেই পরিচিতি বই বিতরণ করা হয়েছে। এই উপজেলায় অনলাইনে আবেদন করে ১২ হাজার ৬৪৪ জন বয়স্ক, ৬ হাজার ৬৪ জন বিধবা ও ৬৭৮ জন প্রতিবন্ধী উপকারভোগী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন।
বই পাওয়া কয়েকজন উপকার ভোগীর সঙ্গে সরাসরি এবং মুঠো ফোনে কথা বলে তাঁদের অনুভূতি বা মনের ভাব জানার চেষ্টা করা হয়। খোঁড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের নজির হোসেন মণ্ডল বলেন, 'এই বয়সে ম্যালা সরকার দেইখনো কিন্তু শেখ হাসিনার সরকারের মতন কেউ আছিলো না। সরকার পাকা বাড়ি করি দেয় জীবনে এই প্রথম দেখোছি।'
রুপসী সর্দার পাড়া গ্রামের বিরেন্দ্র নাথ রায় বলেন, `অনেক গরিব মানুষ ফোনে ২ / ৩ বার আড়াই হাজার করে টাকা পেয়েছে। এটা আমার কাছে স্বপ্ন মনে হয়।'
একজন পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী গোলেনুর বেগম। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোনো সহায়তা না পেয়ে ইট কুড়িয়ে খোয়া বেঁচে তিন সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন। তাঁর একটি ছোট্ট চা বিস্কুটের দোকান আছে। করোনার কারণে পুঁজি শেষ হওয়ায় সেটি এখন বন্ধ। ভাতা বাবদ ৬ হাজার টাকা উঠিয়ে দোকানটি চালু করবেন বলে জানান তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, তাঁর ইউনিয়নে ২ হাজার ৮৪ জন ভাতা পাবেন। অসহায় বয়স্ক ও বিধবাদের জন্য খুব উপকারে আসবে। মিঠা পুকুর উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, `আমি নিজে কয়েকটি ইউনিয়নের গ্রামে গিয়ে পরিচিতি বই উপকার ভোগীদের হাতে তুলে দেওয়ার সময় জানতে চেয়েছিলাম কাউকে টাকা দিতে হয়েছে কি'না। কিন্তু উপকার ভোগীরা কাউকে টাকা দেয়নি বলে জানিয়েছেন এবং আমার সামনেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।'
মানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩৩ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১ ঘণ্টা আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
১ ঘণ্টা আগে