দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২১: ০৫
Thumbnail image

দিনাজপুরে ট্রাকচাপায় শৈলেন চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শৈলেন দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামের বিদেশি চন্দ্রের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিসহ চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে সদরের চুনিয়াপাড়া থেকে শৈলেনসহ তিনজন মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। শৈলেন মোটরসাইকেলে সবার পেছনে বসা ছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন শৈলেন। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নিহতের প্রতিবেশী আব্দুস সালাম জানান, মোটরসাইকেলচালকের আসনে ছিলেন চঞ্চল চন্দ্র রায়। সম্পর্কে তিনি নিহতের চাচা। কয়েক দিন আগে চঞ্চল চন্দ্রের মা ও শৈলেনের দাদি মারা যান। চাচা, ভাতিজাসহ আরেকজনের শ্রাদ্ধ অনুষ্ঠানের দাওয়াত দিতে এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত