কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে রংপুরের আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড এলাকা থেকে আজমল হোসের দুলুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুলু উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের বাসিন্দা। এ নিয়ে সোনা মিয়া হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গত সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসার কথা ছিল। মন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর সমর্থকেরা আনোয়ারুলের সমর্থকদের ওপর হামলা চালান। উদ্ভূত পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে অংশ না নিয়ে সেখান থেকে চলে যান।
এদিকে সোমবার রাত আটটার দিকে সোনা মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।
ওই ঘটনায় গত বুধবার দুপুরে সোনা মিয়ার বড় ছেলে আখতারুজ্জামান সোহেল বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপারের মুখপাত্র (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, সোনা মিয়া হত্যাকাণ্ডে আজ শনিবার সকাল পর্যন্ত আটজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে রংপুরের আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড এলাকা থেকে আজমল হোসের দুলুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুলু উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের বাসিন্দা। এ নিয়ে সোনা মিয়া হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গত সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসার কথা ছিল। মন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর সমর্থকেরা আনোয়ারুলের সমর্থকদের ওপর হামলা চালান। উদ্ভূত পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে অংশ না নিয়ে সেখান থেকে চলে যান।
এদিকে সোমবার রাত আটটার দিকে সোনা মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।
ওই ঘটনায় গত বুধবার দুপুরে সোনা মিয়ার বড় ছেলে আখতারুজ্জামান সোহেল বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপারের মুখপাত্র (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, সোনা মিয়া হত্যাকাণ্ডে আজ শনিবার সকাল পর্যন্ত আটজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
১৯ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে