ইসলামপুরে গাঁজার গাছ জব্দের ঘটনায় ছাত্রলীগের ২ নেতাকে অব্যাহতি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২১: ৪১
আপডেট : ০৪ জুন ২০২৩, ২২: ১৪

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে একটি গাঁজার গাছ জব্দের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রিফাত ফারাজি এবং ইসলামপুর পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রায়হান। রিফাত ফারাজি আইএইচটির প্রথম বর্ষের ও রায়হান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্তে মো. রিফাত ফারাজিকে উপজেলা ছাত্রলীগের সদস্যপদ থেকে ও মো. রায়হানকে পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া কেন রিফাত ও রায়হানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে উপযুক্ত কারণসহ সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব উপজেলা ছাত্রলীগের দপ্তর শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরে আজাদ ইমরান বলেন, ‘প্রাথমিকভাবে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে আইএইচটির শিক্ষার্থীরা তাঁদের দুজনের মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাঁদের সাময়িক অব্যাহতি দেওয়াসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

গত শুক্রবার সন্ধ্যায় আইএইচটির ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছাত্রাবাসে ওই দিন রাতভর তল্লাশি চালান। এ সময় ছাত্রাবাসের বারান্দা থেকে টবে চাষ করা একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন কক্ষ থেকে সাতটি মদের খালি বোতল, মাদক গ্রহণের সরঞ্জাম জব্দের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধু গাঁজার গাছ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। 

ছাত্রাবাস থেকে গাঁজার গাছ জব্দের বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত