Ajker Patrika

দিনাজপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে নামাজ আদায় করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে নামাজ আদায় করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুই শতাধিক শিক্ষার্থী আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভাসংলগ্ন রেলঘুণ্টি এলাকায় এই অবরোধ করেন।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটার মাধ্যমে নিয়োগ বিধি বাতিল এবং ক্র্যাফট ইনস্ট্রাক্টরসহ কারিগরি সব পদে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া।

অবরোধের কারণে পঞ্চগড় থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন ও ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর স্টেশন প্ল্যাটফর্মে আটকা পড়ে। সেই সঙ্গে শহরের মানুষকেও চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা ন্যায্য দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশনের জন্য অবৈধ রিট এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল চান তাঁরা। শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। অনতিবিলম্বে তাঁদের ন্যায্য দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। পরে প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো অতি দ্রুত সরকারের কাছে জানিয়ে দেবে, এমন আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে স্টেশন প্ল্যাটফর্মে দুটি ট্রেন আটকা পড়ে। বেলা ১১টা ৫৫ মিনিটে কমিউটার ট্রেনটি ও ২টা ১৫ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে আড়াইটায় পরপর ট্রেন দুটি ছাড়া হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা শুনেছি। ইতিমধ্যে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন। সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত