Ajker Patrika

জাতীয় পার্টি থেকে বহিষ্কার হয়ে দলকে বললেন যাত্রাপার্টি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯: ১৬
জাতীয় পার্টি থেকে বহিষ্কার হয়ে দলকে বললেন যাত্রাপার্টি

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কার হওয়ার পর দলকে যাত্রাপার্টি বলে আখ্যা দিলেন আব্দুল্লাহ আল-হাদী নামের এক নেতা। আজ বুধবার বিকেলে দল থেকে বহিষ্কার করার পর আজকের পত্রিকার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর-১ আসনে (গঙ্গাচড়া) স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন জাপার সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়।

আজ বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মামুনুর রশিদ ফুলু ও সদস্যসচিব গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল-হাদীকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি (আব্দুল্লাহ আল-হাদী) জাতীয় পার্টি মনোনীত রংপুর-১ আসনের প্রার্থী এইচ এম শাহরিয়ার আসিফের পক্ষে নির্বাচনী প্রচার ও জনসংযোগে অংশ না নিয়ে দল থেকে বহিষ্কৃত ও বিতর্কিত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভার সিদ্ধান্ত মোতাবেক আপনাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’

দল থেকে বহিষ্কারের পর প্রতিক্রিয়া জানতে চাইলে আব্দুল্লাহ আল-হাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার কিছু নেই। আমি অনেক আগেই জাতীয় পার্টিকে ত্যাগ করেছি। ওরকম যাত্রাপার্টি আমার দরকার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত