আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, দিনে গরম রাতে শীত

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১: ২৩
Thumbnail image
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ছবি: আজকের পত্রিকা

শীতের জন্য আলাদা নাম আছে উত্তরের জেলা পঞ্চগড়ের। ঋতুচক্রের হিসাবে শীতকাল শুরু না হলেও পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিন ধরেই রাত থেকে ভোর পর্যন্ত বেশ ঠান্ডা পড়ছে। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত। আজ বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।

এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে দ্রুতই কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিলছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে পঞ্চগড়ে। ছবি: আজকের পত্রিকা
রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে পঞ্চগড়ে। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত