সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সরকারনির্ধারিত মজুরি না দেওয়ার প্রতিবাদ করায় নীলফামারীর সৈয়দপুরে খাদ্যগুদামের ছয়জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা খাদ্যগুদামে কাজে গেলে ছাঁটাইয়ের কথা জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এতে সাময়িকভাবে খাদ্যগুদামে আসা ট্রাকগুলো থেকে চাল খালাসের কাজ বন্ধ হয়ে যায়। এ সময় পরিস্থিতি সামাল দিতে সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে ডাকা হয়। তিনি আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, মো. খোকন আলী, মোখছেদুল, নুর আলম, মো. সিরাজুল, জয়নুল ও মো. বাবুল নামের ছয়জন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই খাদ্যগুদামের পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন।
শ্রমিক খোকন আলী বলেন, ‘সরকার ২০২৩ সালে ট্রাক থেকে মালামাল ওঠানোর জন্য প্রতি টনে ১৩০ টাকা এবং নামানো বাবদ টনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করে। একই বছরের ২৫ মে সর্বশেষ সৈয়দপুরে খাদ্যগুদামে মালামাল হ্যান্ডলিং ও পরিবহন কাজে ঠিকাদার নিয়োগ দেয়। দরপত্রের মাধ্যমে কাজটি পান নীলফামারীর মেসার্স খালেক এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার শ্রমিকদের সেই নির্ধারিত মজুরি না দিয়ে আমাদের ৪৭ টাকা করে মজুরি দিয়ে আসছে। এ ছাড়া মজুরি ব্যাংক হিসাবে পরিশোধের কথা বলা হলেও ওই ঠিকাদার তা করছেন না। ঠিকাদারের এসব অনিয়মের বিষয় জানিয়ে আমরা ছয়জন বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এ কারণেই আমাদের ছাঁটাই করা হয়েছে জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।’
শ্রমিকদের অভিযোগ, মজুরি কম দেওয়া ও ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করাতেই সৈয়দপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামানের যোগসাজশে তাঁদের ছাঁটাই করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় এভাবে ছাঁটাই করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মজুরি কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে ঠিকাদার খালেকুজ্জামান বলেন, ‘ওই ছয়জন শ্রমিক পরপর তিন দিন কাজে অনুপস্থিত ছিলেন। এতে করে গুদামে মালামাল ওঠানো-নামানো কাজে সমস্যার সৃষ্টি হয়। আর সরকারি কাজে এভাবে সমস্যা সৃষ্টি করায় তাঁদের সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।’
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামান বলেন, ‘আমরা কোনো শ্রমিক নিয়োগ দিই না। আমরা কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিই। ঠিকাদার শ্রমিক নিয়োগ করে আমাদের কাজ বুঝিয়ে দেন। তাই বিষয়টি ঠিকাদার ও শ্রমিকদের। আমার করণীয় কিছু নেই।’
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ বলেন, বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সরকারনির্ধারিত মজুরি না দেওয়ার প্রতিবাদ করায় নীলফামারীর সৈয়দপুরে খাদ্যগুদামের ছয়জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা খাদ্যগুদামে কাজে গেলে ছাঁটাইয়ের কথা জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এতে সাময়িকভাবে খাদ্যগুদামে আসা ট্রাকগুলো থেকে চাল খালাসের কাজ বন্ধ হয়ে যায়। এ সময় পরিস্থিতি সামাল দিতে সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে ডাকা হয়। তিনি আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, মো. খোকন আলী, মোখছেদুল, নুর আলম, মো. সিরাজুল, জয়নুল ও মো. বাবুল নামের ছয়জন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই খাদ্যগুদামের পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন।
শ্রমিক খোকন আলী বলেন, ‘সরকার ২০২৩ সালে ট্রাক থেকে মালামাল ওঠানোর জন্য প্রতি টনে ১৩০ টাকা এবং নামানো বাবদ টনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করে। একই বছরের ২৫ মে সর্বশেষ সৈয়দপুরে খাদ্যগুদামে মালামাল হ্যান্ডলিং ও পরিবহন কাজে ঠিকাদার নিয়োগ দেয়। দরপত্রের মাধ্যমে কাজটি পান নীলফামারীর মেসার্স খালেক এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার শ্রমিকদের সেই নির্ধারিত মজুরি না দিয়ে আমাদের ৪৭ টাকা করে মজুরি দিয়ে আসছে। এ ছাড়া মজুরি ব্যাংক হিসাবে পরিশোধের কথা বলা হলেও ওই ঠিকাদার তা করছেন না। ঠিকাদারের এসব অনিয়মের বিষয় জানিয়ে আমরা ছয়জন বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এ কারণেই আমাদের ছাঁটাই করা হয়েছে জানিয়ে কাজে বাধা দেওয়া হয়।’
শ্রমিকদের অভিযোগ, মজুরি কম দেওয়া ও ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করাতেই সৈয়দপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামানের যোগসাজশে তাঁদের ছাঁটাই করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় এভাবে ছাঁটাই করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মজুরি কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে ঠিকাদার খালেকুজ্জামান বলেন, ‘ওই ছয়জন শ্রমিক পরপর তিন দিন কাজে অনুপস্থিত ছিলেন। এতে করে গুদামে মালামাল ওঠানো-নামানো কাজে সমস্যার সৃষ্টি হয়। আর সরকারি কাজে এভাবে সমস্যা সৃষ্টি করায় তাঁদের সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।’
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামান বলেন, ‘আমরা কোনো শ্রমিক নিয়োগ দিই না। আমরা কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিই। ঠিকাদার শ্রমিক নিয়োগ করে আমাদের কাজ বুঝিয়ে দেন। তাই বিষয়টি ঠিকাদার ও শ্রমিকদের। আমার করণীয় কিছু নেই।’
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ বলেন, বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৪ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে