Ajker Patrika

আ.লীগ বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারে না: আখতার

রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় জনসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা
রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় জনসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবে রাজনীতি করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় জনসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশে বাংলাদেশে পরপর তিনটা ডামি ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশেই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহ থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদে জাঁতাকলে পিষ্ট ছিল, তার পেছনে সব থেকে বড় শক্তি ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। বাংলাদেশে ২০২৪ সালে যে গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যার প্রকাশ্যে মদদদাতা আওয়ামী লীগ এবং তাদের দোসর হচ্ছে এই জাতীয় পার্টি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড—প্রত্যেকটা হত্যাকাণ্ডে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত। যারা গণহত্যার আঞ্জাম দেয়, যারা বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠন করে নিয়ে গেছে, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক কোনো মানুষ কোনোভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশের রাজনীতি করার অধিকার দেয় না। সেই জায়গা থেকে আমরা মনে করি কোনো ফ্যাসিবাদী শক্তি এক্সক্লুসিভ ইলেকশন এ প্রয়োজনীয় উপাদান হতে পারে না।’

আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যে যে নির্বাচন হওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা তা নিয়ে আখতার হোসেন বলেন, ‘আমরা মনে করি, সরকারের তরফে যদি সদিচ্ছা থাকে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার দৃশ্যমান করা সম্ভব। অন্য রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে, তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব।’

সারজিস আলমের শতাধিক গাড়িবহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড় ভ্রমণ ও এ বিষয়ে দলটির দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের বিষয়ে আখতার হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়। ’২৪-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা সকলেই এই দলের হাল ধরেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যদি নিজস্ব ব্যবস্থাপনায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ করে থাকেন, সেটি দলের পক্ষ থেকে অবশ্যই যাচাই-বাছাই করা হবে। দলের বিভিন্ন সদস্যবৃন্দের তাদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকে মনে করছে দলের মধ্যে সমন্বয় হীনতার জায়গা তৈরি হয়েছে—বিষয়টি এই রকম নয়। দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ সারা দেশের নেতৃবৃন্দ সকলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যে রাজনীতির শপথ নিয়েছি, সেই রাজনীতির পক্ষে আমরা কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত