রংপুর প্রতিনিধি
চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে সরিষার ফলন আশা করা হচ্ছে প্রায় আড়াই লাখ টন। আর সারা দেশে ফলন আশা করা হচ্ছে ১৭ লাখ টনেরও বেশি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, ফলন বাড়াতে নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা চলছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ জোগান দেওয়া সম্ভব হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে চলতি মৌসুমে ১ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বারি ৯, ১৪, ১৫, ১৭, ১৮ এবং অধিক ফলনশীল বারি-২০, নতুন হাইব্রিড, বারি হাইব্রিড-১, বারি হাইব্রিড-২ চাষ করছেন কৃষকেরা। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার টন; যা থেকে তেল পাওয়া যাবে ৮৪ হাজার টন। সারা দেশে সরিষা চাষ হয়েছে ১১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ লাখ ২৫ হাজার টন; যা থেকে তেল পাওয়ার আশা করা হচ্ছে ৬ লাখ ৯০ হাজার টন।
সরকারি হিসাবে, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। বছরে পাম তেল আমদানি হয় ১৩ লাখ টন, সয়াবিন তেল ৫ লাখ টন। আমদানিতে ব্যয় হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। দেশে সরিষা চাষ বাড়ায় ভোজ্যতেল আমদানি কমবে বলে আশা করছে কৃষি বিভাগ।
রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম এবার এক একর জমিতে সরিষার চাষ করেছেন। উপজেলার ভেড়ভেড়ী মাঠে খেত থেকে সরিষা কাটার সময় সাদিকুল জানান, আগে আমন ওঠার পর বোরো চাষ পর্যন্ত জমি পড়ে থাকত। কিন্তু গত তিন বছর ধরে এই সময়ে তিনি সরিষা চাষ করছেন।
সাদিকুল বলেন, ‘সরিষা হওছে ফাও আবাদ। আমন-বোরো মাঝামাঝি চাষ হয়। সরিষার ফলনও ভালো হয়। খরচ কম, লাভ বেশি।’
ওই মাঠে কথা হয় আরেক চাষি সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘এক একরে বারি-১৪ জাতের সরিষা চাষে খরচ হইছে ১৫ হাজার টাকা। বাড়ির খাবার থুইয়া ১৭ মণ সরিষা ২ হাজার ৫০০ টাকা দরে বেচাছি। খরচ বাদে লাভ থাকছে ২৭ হাজার টাকা। সেই টাকা দিয়া অ্যালা বোরো নাগাওছু।’
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি) প্রকল্প সমন্বয়ক ড. ফেরদৌসী বেগম বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদার মাত্র ১২ শতাংশ জোগান আসে নিজস্ব উৎপাদন থেকে। তবে ২০২৫ সালের মধ্যে তা ৪০ শতাংশে পৌঁছাবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সরিষা ছাড়াও সূর্যমুখী, তিল, সয়াবিন ও বাদাম থেকে ভোজ্যতেল উৎপাদনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে সরিষার ফলন আশা করা হচ্ছে প্রায় আড়াই লাখ টন। আর সারা দেশে ফলন আশা করা হচ্ছে ১৭ লাখ টনেরও বেশি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, ফলন বাড়াতে নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা চলছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ জোগান দেওয়া সম্ভব হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে চলতি মৌসুমে ১ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বারি ৯, ১৪, ১৫, ১৭, ১৮ এবং অধিক ফলনশীল বারি-২০, নতুন হাইব্রিড, বারি হাইব্রিড-১, বারি হাইব্রিড-২ চাষ করছেন কৃষকেরা। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার টন; যা থেকে তেল পাওয়া যাবে ৮৪ হাজার টন। সারা দেশে সরিষা চাষ হয়েছে ১১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ লাখ ২৫ হাজার টন; যা থেকে তেল পাওয়ার আশা করা হচ্ছে ৬ লাখ ৯০ হাজার টন।
সরকারি হিসাবে, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। বছরে পাম তেল আমদানি হয় ১৩ লাখ টন, সয়াবিন তেল ৫ লাখ টন। আমদানিতে ব্যয় হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। দেশে সরিষা চাষ বাড়ায় ভোজ্যতেল আমদানি কমবে বলে আশা করছে কৃষি বিভাগ।
রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম এবার এক একর জমিতে সরিষার চাষ করেছেন। উপজেলার ভেড়ভেড়ী মাঠে খেত থেকে সরিষা কাটার সময় সাদিকুল জানান, আগে আমন ওঠার পর বোরো চাষ পর্যন্ত জমি পড়ে থাকত। কিন্তু গত তিন বছর ধরে এই সময়ে তিনি সরিষা চাষ করছেন।
সাদিকুল বলেন, ‘সরিষা হওছে ফাও আবাদ। আমন-বোরো মাঝামাঝি চাষ হয়। সরিষার ফলনও ভালো হয়। খরচ কম, লাভ বেশি।’
ওই মাঠে কথা হয় আরেক চাষি সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘এক একরে বারি-১৪ জাতের সরিষা চাষে খরচ হইছে ১৫ হাজার টাকা। বাড়ির খাবার থুইয়া ১৭ মণ সরিষা ২ হাজার ৫০০ টাকা দরে বেচাছি। খরচ বাদে লাভ থাকছে ২৭ হাজার টাকা। সেই টাকা দিয়া অ্যালা বোরো নাগাওছু।’
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি) প্রকল্প সমন্বয়ক ড. ফেরদৌসী বেগম বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদার মাত্র ১২ শতাংশ জোগান আসে নিজস্ব উৎপাদন থেকে। তবে ২০২৫ সালের মধ্যে তা ৪০ শতাংশে পৌঁছাবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সরিষা ছাড়াও সূর্যমুখী, তিল, সয়াবিন ও বাদাম থেকে ভোজ্যতেল উৎপাদনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৯ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে