রংপুর প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় ওই ব্যবসায়ীর প্রতিনিধি থানায় অভিযোগ দিতে গেলে তাঁকে বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করতে থানার কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ চাঁদাবাজির অভিযোগে মামলা নিলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের নাম আসামির তালিকা থেকে বাদ দিয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলী কায়সার নগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সকালে তাঁকে ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে ‘ক্রাইম অ্যান্ড অপসে’ সংযুক্ত করা হয়।
পুলিশের ওই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন লিপি খান ভরসা নামে স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, মামলা থেকে বাঁচাতে অমিত বণিক নামে আরেক ব্যবসায়ীর মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার। এ ঘটনায় শিবলী কায়সার, অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে তাঁর ম্যানেজার পলাশ হাসানকে গতকাল বিকেলে তিনি থানায় পাঠান। এ মামলায় রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে।
এ নিয়ে ১১ মার্চ পুলিশ সদর দপ্তরে শিবলী কায়সারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন লিপি খান। অভিযোগের সঙ্গে তিনি অমিত বণিকের সঙ্গে ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিও জমা দেন। এরপর গতকাল দুপুর ১২টার দিকে অমিত বণিককে থানায় ডেকে নেয় কোতোয়ালি থানা-পুলিশ।
এদিকে গতকাল বিকেল ৪টার দিকে লিপি খানের পক্ষে থানায় মামলা করতে যান তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক পলাশ হাসান (২৭)। বিকেল ৫টার দিকে থানায় যান উপপুলিশ কমিশনার শিবলী কায়সার। তখন থানায় আরেক উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিবলী কায়সার থানায় ঢুকেই মামলার বাদী পলাশ হাসানের ওপর চড়াও হন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে তাঁকে (পলাশ) গুলি করতে উদ্যত হন।
ভুক্তভোগী পলাশ হাসান বলেন, ‘থানায় মারধরের শিকার হয়েছি। আমি অসুস্থ। বেশি কথা বলতে পারব না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পুলিশের নাম ভাঙিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার মামলায় অমিত বণিক নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থানায় তেমন কিছুই হয়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে।’
তবে ঘটনার সময় থানা উপস্থিত থাকা মহানগরে পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান বলেন, ‘৫টা বা পৌনে ৫টার ঘটনা। শিবলী কোতোয়ালি থানায় যান। কে বা কারা তাঁকে তথ্য দিয়েছিল, তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হতে যাচ্ছে। এতে তিনি উত্তেজিত হন এবং বাদীর সঙ্গে তাঁর অপ্রীতিকর ঘটনা ঘটে। একপর্যায়ে বেশি উত্তেজিত হয়ে কর্তব্যরত সেন্ট্রির (কনস্টেবল) রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন উপস্থিত সবাই তাঁকে নিবৃত্ত করেন। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে আমাকে প্রত্যাহার করা হয়েছে। এখন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নই। এর বাইরে আর কিছু বলতে চাই না।’
ব্যবসায়ী লিপি খানের অভিযোগ, তাঁর ব্যবস্থাপক পলাশকে গতকাল বিকেলে শিবলী কায়সার, অমিত বণিক ও কামরুল ভরসার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের মামলা করতে থানায় পাঠাই। কিন্তু পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারসহ অন্য দুজনকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
আজ আদালতের সামনে অমিত বণিকের শ্বশুর চন্দন কুমার পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘আমার জামাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর শিবলী কায়সারে নাম তো এল না। ওনাকে বাদ দিল। অরিজিনাল ফ্যাক্ট তো উনি।’
জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘গতকাল থানায় যা ঘটেছে তা লুকোনোর কিছু নেই। সেখানে আমাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তাঁকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
রংপুর মহানগর পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় ওই ব্যবসায়ীর প্রতিনিধি থানায় অভিযোগ দিতে গেলে তাঁকে বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করতে থানার কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ চাঁদাবাজির অভিযোগে মামলা নিলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের নাম আসামির তালিকা থেকে বাদ দিয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলী কায়সার নগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সকালে তাঁকে ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে ‘ক্রাইম অ্যান্ড অপসে’ সংযুক্ত করা হয়।
পুলিশের ওই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন লিপি খান ভরসা নামে স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, মামলা থেকে বাঁচাতে অমিত বণিক নামে আরেক ব্যবসায়ীর মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার। এ ঘটনায় শিবলী কায়সার, অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে তাঁর ম্যানেজার পলাশ হাসানকে গতকাল বিকেলে তিনি থানায় পাঠান। এ মামলায় রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে।
এ নিয়ে ১১ মার্চ পুলিশ সদর দপ্তরে শিবলী কায়সারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন লিপি খান। অভিযোগের সঙ্গে তিনি অমিত বণিকের সঙ্গে ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিও জমা দেন। এরপর গতকাল দুপুর ১২টার দিকে অমিত বণিককে থানায় ডেকে নেয় কোতোয়ালি থানা-পুলিশ।
এদিকে গতকাল বিকেল ৪টার দিকে লিপি খানের পক্ষে থানায় মামলা করতে যান তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক পলাশ হাসান (২৭)। বিকেল ৫টার দিকে থানায় যান উপপুলিশ কমিশনার শিবলী কায়সার। তখন থানায় আরেক উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিবলী কায়সার থানায় ঢুকেই মামলার বাদী পলাশ হাসানের ওপর চড়াও হন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে তাঁকে (পলাশ) গুলি করতে উদ্যত হন।
ভুক্তভোগী পলাশ হাসান বলেন, ‘থানায় মারধরের শিকার হয়েছি। আমি অসুস্থ। বেশি কথা বলতে পারব না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পুলিশের নাম ভাঙিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার মামলায় অমিত বণিক নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থানায় তেমন কিছুই হয়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে।’
তবে ঘটনার সময় থানা উপস্থিত থাকা মহানগরে পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান বলেন, ‘৫টা বা পৌনে ৫টার ঘটনা। শিবলী কোতোয়ালি থানায় যান। কে বা কারা তাঁকে তথ্য দিয়েছিল, তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হতে যাচ্ছে। এতে তিনি উত্তেজিত হন এবং বাদীর সঙ্গে তাঁর অপ্রীতিকর ঘটনা ঘটে। একপর্যায়ে বেশি উত্তেজিত হয়ে কর্তব্যরত সেন্ট্রির (কনস্টেবল) রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন উপস্থিত সবাই তাঁকে নিবৃত্ত করেন। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে আমাকে প্রত্যাহার করা হয়েছে। এখন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নই। এর বাইরে আর কিছু বলতে চাই না।’
ব্যবসায়ী লিপি খানের অভিযোগ, তাঁর ব্যবস্থাপক পলাশকে গতকাল বিকেলে শিবলী কায়সার, অমিত বণিক ও কামরুল ভরসার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের মামলা করতে থানায় পাঠাই। কিন্তু পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারসহ অন্য দুজনকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
আজ আদালতের সামনে অমিত বণিকের শ্বশুর চন্দন কুমার পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘আমার জামাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর শিবলী কায়সারে নাম তো এল না। ওনাকে বাদ দিল। অরিজিনাল ফ্যাক্ট তো উনি।’
জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘গতকাল থানায় যা ঘটেছে তা লুকোনোর কিছু নেই। সেখানে আমাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তাঁকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
পবিত্র রমজান মাসে ছুটির দিন মানে বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। সকাল থেকে ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ শপিং মলে। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা।
৫ ঘণ্টা আগেকুড়িগ্রামে প্রশাসনকে ‘ম্যানেজ করে’ বেপরোয়াভাবে চলছে অবৈধ ইটভাটা। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত করছে না।
৬ ঘণ্টা আগেফরিদপুরের গড়াই নদের লংকারচর বালুমহাল ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে বিক্রি হওয়া ১৯টি দরপত্রের মধ্যে জমা পড়েছে মাত্র একটি। ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা সৃষ্টি করে এক যুবলীগ নেতাকে ইজারা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে...
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) বদলি ও পদায়ন নিয়ে তৈরি হওয়া অস্থিরতা থামছেই না। কখনো স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পোস্টার সাঁটানো, কখনো হুমকিধমকি ও রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি, আবার কখনো দখল করা হচ্ছে কর্মকর্তাদের কক্ষ।
৬ ঘণ্টা আগে