ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

হিলি স্থলবন্দর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৪৮
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ১৯

নববর্ষ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। 

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন বলেন, গত বৃহস্পতিবার বাংলা নববর্ষ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। দুই দিন বন্ধের পর আজ সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

সভাপতি আরও বলেন, সকাল থেকে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত