Ajker Patrika

আ.লীগ নেতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫১
আ.লীগ নেতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪০) হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম ছানালাল বকসী, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সুব্রতা রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান চাঁদ, রেদওয়ানুল হক দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, নিহত সোহানের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন। বক্তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহত সোহানের চাচা মো. নুর ইসলাম বলেন, ‘সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সোহানের হত্যাকারী হিসেবে চিহ্নিত ছাত্রলীগ নেতা বিন্দু ও তাঁর সহযোগীদের দ্রুত বিচার দাবি করছি।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, সোহানের মৃত্যুর ঘটনায় রেজভি কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ অন্য নেতা-কর্মীদের মারধরে নিহত হন আওয়ামী লীগ নেতা সোহান। এই ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্ত বিন্দু ও ঝিনুককে গ্রেপ্তার করে। পরে শনিবার তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগামীকাল মঙ্গলবার তাঁদের রিমান্ড শেষে আদালতে নেওয়া হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত