খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রমজান আলী মিলন উপজেলার দক্ষিণ বালাপাড়া ধুদিপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহতের বড় ভাই নুর আলম, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ঘাটেরপাড় এলাকার শাহানাজ নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এ কারণে প্রায় সময়ই স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।
সর্বশেষ গত তিন মাস আগে স্ত্রী দেড় বছরের ছেলেসন্তানসহ তাঁর বাবার বাড়ি যান। মিলন গত বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাসায় এসে বউ আনার জন্য শ্বশুরবাড়ি যান। এই সময়ে চার দিন ধরে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ১০ লাখ টাকা কাবিননামা করে পুনরায় বিয়ে দেয়। এরপর রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসায় একাই ফিরে আসেন তিনি। এ সময় মিলন শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তাঁর ভাই ও পরিবারের সদস্যের জানান। পরবর্তী সময়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবদ্ধ রুমে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় ও স্থানীয়দের খবর দেন তাঁর বড় ভাই।
নিহতের বড় ভাই ভ্যানচালক নুর আলম বলেন, ‘আজ সোমবার সকালে আমিসহ পরিবারের সদস্যরা জীবিকার খোঁজে বাইরে যাই। বিকেলে দেখি মিলনের ঘর আবদ্ধ, কোনো সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে দেখি রশিতে ঝুলে আছে সে।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যে এমন মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রমজান আলী মিলন উপজেলার দক্ষিণ বালাপাড়া ধুদিপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহতের বড় ভাই নুর আলম, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ঘাটেরপাড় এলাকার শাহানাজ নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এ কারণে প্রায় সময়ই স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।
সর্বশেষ গত তিন মাস আগে স্ত্রী দেড় বছরের ছেলেসন্তানসহ তাঁর বাবার বাড়ি যান। মিলন গত বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাসায় এসে বউ আনার জন্য শ্বশুরবাড়ি যান। এই সময়ে চার দিন ধরে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ১০ লাখ টাকা কাবিননামা করে পুনরায় বিয়ে দেয়। এরপর রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসায় একাই ফিরে আসেন তিনি। এ সময় মিলন শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তাঁর ভাই ও পরিবারের সদস্যের জানান। পরবর্তী সময়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবদ্ধ রুমে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় ও স্থানীয়দের খবর দেন তাঁর বড় ভাই।
নিহতের বড় ভাই ভ্যানচালক নুর আলম বলেন, ‘আজ সোমবার সকালে আমিসহ পরিবারের সদস্যরা জীবিকার খোঁজে বাইরে যাই। বিকেলে দেখি মিলনের ঘর আবদ্ধ, কোনো সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে দেখি রশিতে ঝুলে আছে সে।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যে এমন মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান...
২৯ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
১ ঘণ্টা আগেচাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে