Ajker Patrika

দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২: ২৪
দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

দিনাজপুর সদরের পল্লিতে কমলাকান্ত (৭০) নামের এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমলাকান্ত ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সঞ্জয়কান্ত বলেন, তাঁর বাবা কমলাকান্ত সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপালগঞ্জ বাজার থেকে চা-পান খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির নিকটবর্তী বানিয়াপাড়া গ্রামে ফাঁকা মাঠে কে বা কারা তাঁকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, বৃদ্ধের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কিন্তু কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত