ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে তরুণের আত্মহত্যা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২: ৩৩

ঠাকুরগাঁওয়ে রোমান ইসলাম (২২) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ সোমবার সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের আমবাগান থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত তরুণ রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের সুলতান আলমের ছেলে।

পুলিশ জানায়, বেকার থাকায় হতাশাগ্রস্ত হয়ে রোমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে, তার বাবা সুলতান আলম অভিযোগ করে বলেন, ‘আজ সকালে গ্রামের কয়েকজন কিশোর ব্যাডমিন্টন খেলার বিদ্যুতের তার চুরির অপবাদ দেয় রোমানকে। এমনকি তার বের না করে দিলে তাকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এ অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘অভাব–অনটনের কারণে খুব একটা পড়ালেখা করা হয়নি তার। মা সারা দিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে তাদের খাবার জোগাত। রোমানের বড় ভাই রহিমও বেকার। প্রায় সময় বাড়িতে খাবার না থাকায় আর বেকার থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন রোমান। অবশেষে আত্মহত্যা করলেন তিনি।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘সামান্য তারের জন্য তাকে কেউ অপবাদ দেওয়ার মত ঘটনা ছিল না। মূলত রোমান বেকার থাকার কারণে হতাশার জীবন নিয়ে নিজের গামছা পেঁচিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মূল কারণ জানা যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত